গাজীপুরে ছিনতাই বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
ছিনতাই বন্ধে পুলিশের সাথে কাজ করবে শিক্ষার্থীরাও- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:১২
গাজীপুরের টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে পথে নেমেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।
শনিবার (২৪ জানুয়ারি) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে ছাত্ররা এ বিক্ষোভ করে।
এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী জোনের সহকারী উপ-কমিশনার মেহেদী হাসান দীপুর কাছে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা মৌখিক অভিযোগ করেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, টঙ্গী বাজার এলাকা থেকে গাজীপুরা বাস স্টেশন পর্যন্ত প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। প্রতিদিন ওই স্থানে ৬০ থেকে ৭০টি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। অন্তত ২০ জন শিক্ষার্থী গত কয়েক দিনে টঙ্গী এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে পথচারী ও সাধারণ মানুষকে আঘাত করে আহত করছে। ছিনতাইকারীরা ছুরির আঘাতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। পুলিশ ছিনতাই রোধে পুলিশ সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
এসব ঘটনায় এলাকাবাসী, ব্যবসায়ী, পথচারী, পোশাকশ্রমিক এবং সাধারণ মানুষ অতিষ্ঠ। সন্ধ্যার পর একবারে প্রয়োজন ছাড়া কেউই বাহিরে বের হতে চায় না। পুলিশ ছিনতাই বন্ধে কঠোর পদক্ষেপ না নিলে বৃহৎ আন্দোলনের কর্মসূচি দিবে সাধারণ শিক্ষার্থীরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী জোনের সহকারী উপ-কমিশনার মেহেদী হাসান দীপু বলেন, ‘ছিনতাই বন্ধে শিক্ষার্থীরা আমাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন। ছিনতাইকারীদের ধরতে পুলিশের কয়েকটি টহল দল কাজ করছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছিনতাই বন্ধে তারাও পুলিশের সাথে মহাসড়ক ও বিভিন্ন এলাকায় যৌথভাবে কাজ করবেন।’