২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১, ২৪ রজব ১৪৪৬
`

পাকুন্দিয়ায় কৃষক হত্যার মূল আসামি গ্রেফতার

-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক আলম মিয়া হত্যা মামলার মূল আসামি সোহরাব উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের ভাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

গ্রেফতার সোহরাব উদ্দিন উপজেলার চরটেকী গ্রামের মরহুম গোলাম হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি (মঙ্গলবার) সকালে উপজেলার চরটেকী গ্রামের দুই ভাই সোহরাব উদ্দিন ও নিজাম উদ্দিনের মধ্যে গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব হয়। দুই ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে সোহরাব উদ্দিনের ছুরিকাঘাতে খুন হন পাশের বাড়ির আলম মিয়া নামের এক কৃষক।

এ ঘটনায় পরদিন নিহতের ছেলে জাকির আলম সোহরাব উদ্দিনকে মূল আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
এ মামলার অন্য আসামিরা হলেন সোহরাব উদ্দিনের তিন ছেলে ফজল মিয়া, সজল মিয়া ও এখলাছ মিয়া এবং স্ত্রী হেনা আক্তার।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, হত্যা মামলার মূল আসামিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement