২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১, ২৪ রজব ১৪৪৬
`

ঐক্যবদ্ধ থাকলে কোনো কিছুই বাধা হতে পারবে না : মান্না

স্মরণ সভায় বক্তব্য দিচ্ছেন মাহমুদুর রহমান মান্না - ছবি : নয়া দিগন্ত

ঐক্যবদ্ধ থাকলে কোনো কিছুই বাধা হতে পারবে না মন্তব্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমরা একটা ক্রান্তির পথে আছি। এখানে যাওয়ার একটাই পথ, সেটা হল ঐক্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকলে কোনো বাধা থাকবে না। এখনই বিবাদমান দু’টি পক্ষের বসা উচিত।’

শুক্রবার (২৪ জানুয়ারি) জেলার শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জে জেলা নাগরিক ঐক্যের সাবেক আহ্বায়ক ও সাবেক এমপি এস এম আকরামের স্মরণ সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ঝগড়াটা যারা করছে। একদিকে আছে মির্জা ফখরুল, আরেক দিকে আছে আরেকজন। এখনই বসা উচিত। এভাবে যদি চলতে থাকে তাহলে দু’টি পক্ষ একে অপরের মুখোমুখি দাঁড়াবে।’

তিনি আরো বলেন, ‘এখানে সবাই আছে। আমি রাজনীতি করি। চেষ্টা করবো রাজনীতিতে থাকার। আমার বিশ্ববিদ্যালয়ের রাজনীতির প্রতিপক্ষ ছিল ওবায়দুল কাদের। তিনি কোথায় ছিলেন, আমি কোথায় ছিলাম। আজ তিনি কোথায়, আমি কোথায়। তিনি আমাকে বলতেন সারা জীবন এত সংগ্রাম করলেন কিছু করতে পারলেন না। আমি মাহমুদর রহমান মান্না আর তিনি ওবায়দুল কাদের, পরের বিশেষণটা বললাম না। আমি অনেক ভাল আছি।’

তিনি বলেন, ‘আপনারা যাদের কথা বললেন, যারা বাধা দিয়েছিল সেই মানুষগুলো আর নেই। তারা কী আর ফিরতে পারবে? অনেকে প্রশ্ন করে। হয়ত ফিরতে পারত। এর আগেও একবার তার পিতার মৃত্যু হয়েছিল। তখন যারা ছিল ফিরেছিল, তাদের রাজনীতি এমন ছিল না। এখনকার এদের রাজনীতি সবচেয়ে বড় সঙ্কট, এরা ফিরবে কীভাবে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি বলতেন, দেশের কী উন্নতি হচ্ছে দেখছেন না। আমার পিওনও চার শ’ কোটি টাকার মালিক। সেই প্রধানমন্ত্রীর কাছে আপনারা জানতে চাইবেন না, কীভাবে আপনার পিওন চার শ’ কোটি টাকার মালিক হল?।’


আরো সংবাদ



premium cement