২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশ অফিসে আগুনে পুড়ে গেছে নথিপত্র

কিশোরগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকায় জেলা যানবাহন নিয়ন্ত্রণ (ট্রাফিক পুলিশ) কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। ২৪ জানুয়ারি, বৃহস্পতিবার। - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকায় জেলা যানবাহন নিয়ন্ত্রণ (ট্রাফিক পুলিশ) কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কার্যালয়টি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যক্তি ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার বিষয়টি প্রথম দেখতে পান স্থানীয়রা। তারা দ্রুত কিশোরগঞ্জ সদর ফায়ার সার্ভিসকে খবর দেন। এ সময় অফিসের ভেতরে চারজন ট্রাফিক পুলিশ সদস্য ঘুমিয়েছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা অফিস থেকে দৌড়ে বের হন। তাই প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সাড়ে ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনে নথিপত্র পুড়ে যাওয়ায় জেলা যানবাহন নিয়ন্ত্রণ কার্যালয় (ট্রাফিক পুলিশের) কার্যক্রমে মারাত্মকভাবে প্রভাব পড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে যানবাহনের রেজিস্ট্রেশন, ট্র্যাফিক আইন লঙ্ঘনের মামলা এবং অন্যান্য প্রশাসনিক কাজ পরিচালনা করতে কিছুদিনের জন্য বড় ধরনের অসুবিধা হবে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম-সেবা।

এছাড়াও খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদ সরদার।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে প্রথমেই আমাদের তিনটি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়লে করিমগঞ্জ থেকে আরো দু’টি ইউনিট আনা হয়। টোটাল পাঁচটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের জন্য একটি দল কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতেও সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল