২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

আড়াইহাজারে ছিনতাইয়ের অভিযোগে কনস্টেবলকে পুলিশে দিলো জনতা

- প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাই ও মাদক কারবারে সহযোগিতার অভিযোগে ইমরান হোসেন নামে এক পুলিশ কনস্টেবলসহ মাসুম নামে এক মাদককারবারিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকা থেকে তাদের আটক করা হয়।

কনস্টেবল ইমরানের বাড়ি চাঁদপুর জেলায়। এক সময় তিনি আড়াইহাজার থানায় কর্মরত থাকলে এখন রূপগঞ্জ থানায় কর্মরত রয়েছেন।

আটক মাসুম মারুয়াদী দেওয়ান পাড়া গ্রামের নাঈমের ছেলে।

জানা গেছে, ইমরান দীর্ঘদিন ধরে ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় স্থানীয় অপরাধীদের সাথে এক হয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। তিনি পুলিশের পোশাক ও হ্যান্ডকাফ ব্যবহার করে ছিনতাই ও মাদক কারবারে সহযোগিতা করতেন। এ অভিযোগে পুলিশ কনস্টেবল ইমরান ও মাসুমকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনতা।

সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মেহেদী হাসান জানান, সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়। জনগণের দাবী তিনি ওই এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ঘটনা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, জনতা দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে। এর মাঝে একজন পুলিশ কনস্টেবল ইমরান। অপরজন মাদককারবারি। ইমরানকে রূপগঞ্জ থানায় পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
২০২৪ সালে বাংলাদেশী সাড়ে ৩ কোটি শিশুর পড়াশোনা বিঘি্নত দেশ ছেড়ে পালাতে চান পিচ্চি হেলাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সিন্ডিকেটে চলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর! এক-এগারোর ভয়াবহ পরিণতি বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই : মির্জা আব্বাস ট্রাম্পের গণহারে বহিষ্কার উৎপাদন কমাবে, মূল্যস্ফীতি বাড়াবে সোহরাওয়ার্দীতে ৫ রেস্তোরাঁ আতঙ্ক ছড়াচ্ছে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেয়ার প্রচেষ্টা চলছে : চরমোনাই পীর ৪ জেলায় প্রাণ গেল ৫ জনের জাতির স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে : হাসনাত আব্দুল্লাহ ভারতের দিকে ঝুঁকে ক্ষমতায় আসা মানবে না জনগণ : ডা: তাহের আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলা, এসিসহ ৫ পুলিশ সদস্য আহত

সকল