২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

মানিকগঞ্জে ছাত্রদল নেতা লাভলু হত্যা মামলায় গ্রেফতার ২

মানিকগঞ্জে গ্রেফতার হওয়া আসামিরা - ছবি : নয়া দিগন্ত

মানিকগঞ্জের ঘিওর থানার আলোচিত লাভলু হত্যা মামলার দু’আসামিকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার দিবাগত ভোররাতে ডিবি ইনচার্জ, পুলিশ পরিদর্শক মো: আবদুল হাই তালুকদারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন এসআই মো: হিমেল হোসেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি দল অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতোয়ালী থানার পোলতাডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ঘিওর সদর ইউনিয়নের বাসিন্দা শেখ রাসেল (২০) এবং সিফাত (২১)।

উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর দুপুরে লাভলু আহম্মেদকে পূর্ব শত্রুতার জেরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দিন লাভলু তার আত্মীয় হিমেল দর্জিকে দেখতে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। হাসপাতালের গেট থেকে ৫০ গজ দূরে সড়কের পাশে আসামিরা লাভলুকে চারদিক থেকে ঘিরে আক্রমণ করে। এই ঘটনায় ঘিওর থানায় ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি মামলা করা হয়।

জেলা ডিবি ইনচার্জ মো: আবদুল হাই তালুকদার বলেন, গ্রেফতার হওয়া দু’আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটি তদন্ত প্রক্রিয়ায় রয়েছে।


আরো সংবাদ



premium cement