আড়াইহাজারে অটোরিকশা উল্টে নিহত ১
- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ২২ জানুয়ারি ২০২৫, ১২:২২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে নাসির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৮টায় আড়াইহাজার উপজেলার বাগানগর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দিন নরসিংদী জেলার আলিপুর এলাকার জয়নালের ছেলে।
জানা গেছে, আড়াইহাজার থানাধীন পায়রা চত্বর থেকে অটোরিকশায় করে নিজ বাড়ি নরসিংদীর উদ্দেশে রওনা হন নাসির। বাঘানগর ব্রিজের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে বাম পাশে চাপিয়ে দিলে অটোরিকশার চাকা গর্তে পড়ে। ওই সময় অটোরিকশাটি উল্টে রাস্তার পাশে পড়ে গেলে নাসির উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা