জাতীয় পরিচয়পত্রে ভুল করায় শিক্ষককে মারধর, থানায় অভিযোগ
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ২১ জানুয়ারি ২০২৫, ২০:৪৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর জাতীয় পরিচয়পত্রে ভুল করায় স্থানীয় একটি হাইস্কুলের ধর্মীয় শিক্ষককে মারধর করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
মারধর করা ওই ধর্মীয় শিক্ষকের নাম আমিনুল হাসান। এ ঘটনায় তিনি বিচার চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন। আর মারধর করা ব্যক্তির নাম মাসুম। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইলের বার্মাশীল এলাকার বাসিন্দা।
শিক্ষক আমিনুল হাসান জানান, গত বছর ভোটার হালনাগাদের দায়িত্বে তিনি ছিলেন। ওই সময় কম্পিউটার অপারেটরের ভুলে মাসুমের স্ত্রীর জাতীয় পরিচয়পত্রে ভুল হয়। সেই থেকে মাসুম আমার সাথে বিরোধ শুরু করে। এর জের ধরে মঙ্গলবার স্কুলে প্রকাশ্যে গালিগালাজ করেছে।
ওই শিক্ষক আরো বলেন, অসুস্থতার কারণে এ বছর নির্বাচন কমিশন ও স্কুলকর্তৃপক্ষ তাকে ভোটার তালিকা হালনাগাতে কোনো দায়িত্ব দেয়নি। তার জায়গায় একজন শিক্ষিকা দায়িত্ব পান। অভিযুক্ত মাসুম তাকে কাছে পেয়ে স্কুলের ভেতরে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করে।
অভিযুক্ত মাসুম বলেন, আমার স্ত্রীর ভোটার হওয়ার কাজ সম্পন্ন হওয়ার পর শিক্ষক আমিনুল আমার সামনে আসেন এবং অযথা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। গত বছর শিক্ষক আমিনুলের ভুলে আমার স্ত্রী গত ১ বছরেও জাতীয় পরিচয়পত্রের কার্ড হাতে পায়নি। যার ফলে আমাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমাদের দু’জনের মধ্যে বাক-বিতণ্ডা হয়।
প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, স্কুলের সহকারী শিক্ষক আমিনুল গত বছর মাসুমের স্ত্রীর ভোটার ফরমে ভুল করায় তাকে গত এক বছর নানা ভোগান্তি পোহাতে হয়েছে। এ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই হাসান জানান, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়ে স্কুলে গিয়েছি। স্কুলের কমিটি তারা এ বিষয়ে দুই পক্ষকে ডেকে সমঝোতা করবে বলে ঠিক করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা