মনোহরদীতে বস্তাবন্দী যুবকের লাশ উদ্ধার
- মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা
- ২১ জানুয়ারি ২০২৫, ১৩:৪৪
নরসিংদীর মনোহরদীতে ৩২ বছর বয়সী এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী শুকুন্দি ইউনিয়নের দীঘাকান্দী-সনমানিয়া ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন উপজেলার শুকুন্দি ইউনিয়নের দীঘাকান্দী-সনমানিয়া ব্রিজের নিচে প্লাস্টিকের বস্তার মুখ বাঁধা লাশের মতো দেখতে পায়। এ সময় স্থানীয় লোকজন মনোহরদী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচিয় শনাক্ত করা যায়নি।
মনোহরদী থানার পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) মেহেদী হাসান জানান, স্থানীয় লোকজন এবং সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কলের মাধ্যমে আমরা খবর পাই। এরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল জব্বার জানান, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা