নবাবগঞ্জে ডোবা থেকে লাশ উদ্ধার
- নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
- ২০ জানুয়ারি ২০২৫, ১৭:২৪
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর এলাকার একটি ডোবা থেকে আনোয়ার হোসেন (৬৫) নামে ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ওই লাশটি উদ্ধার করা হয়।
নিহত আনোয়ারের বাড়ি উপজেলার যন্ত্রাইলের হরিশকুলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, সোমবার দুপুরে দিঘীরপাড় কবরস্থানের পাশে লোকজন কাজ করতে যায়। এ সময় পাশের ডোবায় লাশটি পড়ে থাকতে দেখে তারা নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল করে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ আছে।
দিঘীরপাড় এলাকার বাসিন্দা আক্কাস আলী বলেন, ‘তিনি মানসিক ভারসাম্যহীন ছিল বলে শোনা যাচ্ছে। বেশ কয়েক দিন ধরেই তিনি ওইখানে ঘুরাফেরা করছিলেন।’
দোহার সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, ‘লাশের গায়ে কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মৃত্যুর কারণ খতিয়ে দেখবে পুলিশ।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা