ফতুল্লায় ভাইদের মতোই আত্মহত্যার পথ বেছে নিলেন জুয়েল
- ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ১৮ জানুয়ারি ২০২৫, ১৩:৪০
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিহত ছোট দু’ভাইয়ের মতোই আত্মহত্যার পথ বেছে নিলেন মো: জুয়েল (৪৫)।
শনিবার (১৮ জানুয়ারি) রাত ১১টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে ২০০৫ সালে নিহতের ছোট ভাই রুবেল এবং সাকিব ২০১৮ সালে পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস নিয়ে নিজ বাড়িতেই আত্মহত্যা করেন।
মৃত জুয়েল দাপা এলাকার আ: আজিজের ছেলে। তিনি বুয়েটের ওয়ার্কসপে চাকরি করতেন। জুয়েলের দু’টি ছেলে শিশু রয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার জমির জন্য বাবা ও বোনের সাথে জুয়েলের কথা কাটাকাটি হয়। এ সময় তারা টাকা দিতে রাজি না হওয়ায় ঘরের আড়ার সাথে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা