১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

- ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল করিম (২৫) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার ভাওড়া উত্তর পাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে।

পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টায় মুফতি আব্দুল করিম জুমার নামাজ পড়ানোর জন্য মোটরসাইকেলযোগে কালিয়াকৈর উপজেলার বলিয়াদি মসজিদে যাচ্ছিলেন। হিজলতলী এলাকায় পৌছলে সিএনজিঅটোরিকশার সাথে সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, তিন বোনের মধ্যে আব্দুল করিম ছিল পরিবারের একমাত্র ছেলে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরো সংবাদ



premium cement