১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

গাজীপুরে মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

-

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল করিম (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার উপজেলার সোনাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল করিম টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বহুরা গ্রামের দুলাল উদ্দিনের ছেলে এবং বলিয়াদী গাংপাড়া মসজিদে ইমাম।

সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টায় দিক আব্দুল করিম মোটরসাইকেলে বলিয়াদী গাংপাড়া মসজিদ থেকে কালিয়াকৈর আসার উদ্দেশ্যে রওনা দেন। পথে সোনাখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে, ঘটনার পরই সিএনজির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে থানা কালিয়াকৈর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো: হযরত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন নিহতের লাশ স্বজনরা নিয়ে গেছে। তবে সিএনজিটি উদ্ধার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement