‘বিগত ১৫ বছরের মতো জালিয়াতির নির্বাচন আর হবে না’
- লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ১৬ জানুয়ারি ২০২৫, ২২:৩০
বিগত ১৫ বছরের মতো জালিয়াতির নির্বাচন আর হবে না মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘বিগত ১৫ বছর দেশে কোনো নির্বাচন হয়নি। ওই সময় জনগণের কাছে কোনো ভোট চাওয়া হয়নি। তাদের পক্ষের গুটিকয়েক লোকজনের মাধ্যমে সব ভোট দেয়া হয়েছে। আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে।’
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের লৌহজংয়ে কনকসার ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘ভালো নির্বাচন হলে ২০ থেকে ২৫ বছর আগের মতো এমপি সাহেবকে জনগণের কাছে যেতে হবে। আগে তাই হতো। আগামীতে যারা এমপি হতে চান, তাদেরকে গ্রামের বাড়িতে থাকতে হবে। আমরা সেই নির্বাচন চাই, সেই এমপি চাই আমরা।’
তিনি আরো বলেন, ‘বিগত শেখ হাসিনা সরকার বেগম জিয়ার ওপর অনেক জুলুম করেছেন। তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। আমাদের নেত্রী সুস্থ ও ভালো অবস্থায় হেঁটে জেলে গেলেন, আর দু থেকে তিন মাসের মধ্যেই বেগম জিয়া আর হাঁটতে-চলতে পারেন না। তিনি হুইল চেয়ারে বসে পড়লেন। একজন নাগরিক হিসেবেও তার জন্য সামান্য চিকিৎসা অধিকারও দেয়া হয়নি।’
দলীয় মনোনয়ন পেলে আগামী নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি আরো বলেন, ‘আল্লাহ চাইলে আমি আগামী নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করি। আমি ওয়াদা করছি, যদি দায়িত্বে আসি আপনাদের জন্য সরকারি যে বরাদ্দ আসবে তা বেশি করে আনার চেষ্টা করব। পরের ধন-সম্পত্তি আত্মসাৎ করে বড়লোক হওয়ার কোনো ইচ্ছা আমার নেই।’
কনকসার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ কামাল ঢালীর সভাপতিত্বে ও সদস্যসচিব মুক্তিযোদ্ধা আরমান হোসেন পানুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন নসু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আতাউর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের শেখ সোলায়মান তপু, হাজী মাসুদ শেখ, কাজী আহসান বায়োজীদ, সুরুজ শেখ, মিঠু খান, শেখ ফরিদ প্রমুখসহ দলীয় অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় প্রায় তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা