টঙ্গী এরশাদ নগরের যুবলীগ নেতা জলিল গাজী গ্রেফতার
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ১৬ জানুয়ারি ২০২৫, ২০:৪৩
গাজীপুর মহানগরীর টঙ্গী এরশাদ নগরের ত্রাস ৪৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জলিল গাজীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান।
তিনি জানান, গ্রেফতার যুবলীগ নেতা আব্দুল জলিল ওরফে জলিল গাজীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্থানীয় শালিকচূড়া এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার ওপর জলিল গাজীর নেতৃত্বে হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছিল।
স্থানীয়রা জানান, টঙ্গীর এরশাদ নগরের মাদককারবারি ও সন্ত্রাসীদের গডফাদারখ্যাত জলিল গাজী বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে অঢেল সম্পত্তির মালিক বনে যান। অথচ তিনি দেড় যুগ আগেও লেভার সর্দার ছিলেন। একসময় রাজমিস্ত্রী এবং রিকশাও চালাতেন। বর্তমানে তিনি একাধিক আলিশান বাড়ি ও গাড়ির মালিক। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষে স্থানীয় শালিকচূড়া জিলানি মার্কেটের পেছনে, টঙ্গীর আউচপাড়া ও দত্তপাড়ায় একাধিক বহুতল বাড়ি রয়েছে তার। এছাড়াও রাজধানীর উত্তরায় একাধিক প্লটের মালিক। টঙ্গীর শালিকচূড়া এলাকায় নিজের কয়েক কোটি টাকা মূল্যের জমিতে শেড তৈরি করে একটি শিল্পপ্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছেন। বিগত দিনে সরকারি দলের প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, জোরপূর্বক ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, মাদককারবারসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এসব সম্পত্তির মালিক হন বলে স্থানীয়দের অভিযোগ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা