কাপাসিয়ায় সংঘর্ষের ভিডিও ধারণ, পিটুনিতে প্রবাসী নিহত
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ১৬ জানুয়ারি ২০২৫, ২০:২৯
গাজীপুরের কাপাসিয়ায় দু’পক্ষের সংঘর্ষের ভিডিও ধারনের অভিযোগে এক মালয়েশিয়া প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে গাজীপুর শহীদ তাজউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত প্রবাসীর নাম মো: এনামুল হক (৩৫)। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিলশুনিয়া গ্রামের গিয়াসউদ্দিন বেপারীর ছেলে।
এনামুল হক দীর্ঘদিন ধরে মালয়শিয়া প্রবাসী। গত তিন মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। চলতি মাসে তার মালয়শিয়া চলে যাওয়ার কথা ছিল। তার স্ত্রী ও ছয় বছরের একটি ছেলে রয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি জেলার কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদি স্কুলমাঠে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হচ্ছিল। এ সময় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরিদ আহমেদ স্মার্ট কার্ড আনতে গেলে সেখানে থাকা স্থানীয় ছাত্রদল ও যুবদল নেতাদের হামলার শিকার হন। এ ঘটনার ভিডিও ধারণের অভিযোগে এনামুলকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেন ছাত্রদল নেতা রবিন, বকুল ও তাদের সহযোগীরা। পরে দু’দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মারা যান এনামুল।
এনামুলের স্ত্রী নাজমীন আক্তার বৃষ্টি বলেন, গত সোমবার জাতীয় পরিচয় পত্রের খোঁজ নিতে ভাকোয়াদি স্কুলে যায় এনামুল। সেখানে দু’গ্রুপের মারামারি হচ্ছিল এবং এনামুল পাশে দাঁড়িয়ে ছিলেন। মারামারির সময় সে ভিডিও করছিল এমন অভিযোগ এনে কয়েকজন তাকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় আসেন। তার অবস্থার অবনতি হলে বুধবার রাতে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল হাসপাতালে নেয়া হয়। আশঙ্কাজন অবস্থায় তাকে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়। ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা