১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

আশুলিয়ায় ছাত্র আন্দোলনে হত্যার মামলায় ৪ আ’লীগ নেতা গ্রেফতার

আশুলিয়ায় গ্রেফতার হওয়া আসামিরা - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার মামলায় চার আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আশুলিয়া থানা থেকে তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে বুধবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা ও আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার আজিজুল হক তালুকদারের ছেলে মো: তাইজুল তালুকদার (৫০), আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়ার কাঠগড়া পালোয়ান বাড়ি এলাকার মরহুম ঠান্ডু পালোয়ানের ছেলে মো: মানিক পালোয়ান (৪০), আশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও আশুলিয়ার কাঠগড়া এলাকার মরহুম আহমেদ জলিল মাষ্টারের ছেলে মো: আশরাফ আহমেদ (৪০) এবং আশুলিয়া থানা শ্রমিক লীগের সভাপতি ও আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার মরহুম মুজিবুল হকের ছেলে মো: মমিনুল হক (৪৫)।

পুলিশ জানায়, গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাভার ও আশুলিয়ায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছাত্র-জনতাকে লক্ষ করে গুলি ছোড়ে। এতে অন্তত অর্ধশতাধিক ছাত্র-জনতা শহিদ ও কয়েক শ’ লোক আহত হয়। এ ঘটনায় আহতদের পরিবার মামলা করে। ওই মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতারকরা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতার আন্দোলনে হত্যার মামলায় চার আসামিকে গ্রেফতার করা হয়। দুপুরে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
ক্যান্সারে আক্রান্ত ৩০০ হাফেজের ওস্তাদকে বাঁচানো প্রয়োজন সমর্থন দিন, স্বপ্নের মানবিক দেশ গড়ব ইনশাআল্লাহ বেলাবতে রিভলভারসহ মা-মেয়ে গ্রেফতার জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : বৈঠক শেষে যা বললেন আইন উপদেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী নিশি কারাগারে কমলনগরে ট্রাকচাপায় ব্র্যাককর্মী নিহত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বৈঠক শেষে যা বললেন বিএনপি নেতা সালাহউদ্দিন তামিম-সাব্বিরের উত্তপ্ত বাক্যবিনিময় ময়মনসিংহে মেডিক্যাল ভর্তির প্রশ্ন ফাঁসের প্রতারণার দায়ে কলেজছাত্র গ্রেফতার মেডিক্যাল ভর্তি পরীক্ষা শুক্রবার, যেসব সড়ক পরিহার করার অনুরোধ ডিএমপির দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আ’লীগের পুনর্বাসন ঠেকাবো : হাসনাত আব্দুল্লাহ

সকল