১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

আশুলিয়ায় ছাত্র আন্দোলনে হত্যার মামলায় ৪ আ’লীগ নেতা গ্রেফতার

আশুলিয়ায় গ্রেফতার হওয়া আসামিরা - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার মামলায় চার আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আশুলিয়া থানা থেকে তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে বুধবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা ও আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার আজিজুল হক তালুকদারের ছেলে মো: তাইজুল তালুকদার (৫০), আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়ার কাঠগড়া পালোয়ান বাড়ি এলাকার মরহুম ঠান্ডু পালোয়ানের ছেলে মো: মানিক পালোয়ান (৪০), আশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও আশুলিয়ার কাঠগড়া এলাকার মরহুম আহমেদ জলিল মাষ্টারের ছেলে মো: আশরাফ আহমেদ (৪০) এবং আশুলিয়া থানা শ্রমিক লীগের সভাপতি ও আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার মরহুম মুজিবুল হকের ছেলে মো: মমিনুল হক (৪৫)।

পুলিশ জানায়, গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাভার ও আশুলিয়ায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছাত্র-জনতাকে লক্ষ করে গুলি ছোড়ে। এতে অন্তত অর্ধশতাধিক ছাত্র-জনতা শহিদ ও কয়েক শ’ লোক আহত হয়। এ ঘটনায় আহতদের পরিবার মামলা করে। ওই মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতারকরা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতার আন্দোলনে হত্যার মামলায় চার আসামিকে গ্রেফতার করা হয়। দুপুরে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
ভারত-পাকিস্তান থেকে ১ লাখ টন চাল আমদানি করবে বাংলাদেশ চুক্তি নবায়নে ১৪ মাসের জন্য কাবরেরা, ২ বছরের জন্য বাটলার ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৭ চট্টগ্রামের দাপুটে জয়, খুলনার টানা হার ‘বিগত ১৫ বছরের মতো জালিয়াতির নির্বাচন আর হবে না’ প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি গঠন নিত্যপণ্যে ভ্যাটের বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে : অর্থ উপদেষ্টা গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে আলেম নির্যাতনের ইতিহাস অন্তর্ভুক্তির দাবি অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ শীতলক্ষ্যা নদী থেকে ২ ব্যক্তির লাশ উদ্ধার চট্টগ্রামে গাছ থেকে পড়ে আহত দিনমজুরের মৃত্যু

সকল