১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ফ্যাসিবাদীরা বিদেশে অর্থ পাচার করে অর্থনীতি ধ্বংস করেছে : সেলিমা রহমান

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন সেলিমা রহমান - ছবি : নয়া দিগন্ত

ফ্যাসিবাদীরা বিদেশে অর্থ পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান বলেছেন, ‘বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ও অর্থনৈতিক নাজুক অবস্থা হয়ে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যে বৃদ্ধির কারণে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে।’

বুধবার (১৫ জানুয়ারি) ধামরাই মুন্নু কমিউনিটি সেন্টারে ধামরাই থানার বিএনপির ৩১ দফা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘শহীদ জিয়া জনগণের কল্যাণের জন্য কাজ করেছেন। তিনি দেশে খাল খনন প্রবর্তন করে নদীর নাব্যতা ও কৃষিকে সমৃদ্ধি করার জন্য কাজ করে গেছেন। বিএনপির ৩১ দফায় দেশে দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। ৩১ দফা নিয়ে যুবক ও বিএনপি কর্মীরা জনগণের ধারে ধারে পৌঁছে দিতে হবে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রকে ধ্বংস করে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। দেশের ১৮ কোটি মানুষ এখন গণতন্ত্রের সরকার চায়। কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে না।’

তিনি বলেন, ‘দুর্নীতিবাজদের রুখে দাঁড়াতে হবে। খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য স্বৈরাচারী শেখ হাসিনার জেল-জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। তবুও খালেদা জিয়াকে জেল-জুলুম, অত্যাচার সহ্য করে বিএনপিকে সুসংগঠিত রেখেছেন। আগামীর রাষ্ট্রনায়ক তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে বিএনপি কর্মীদের এগিয়ে আসতে হবে।’

ধামরাই থানা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সুলতানা আহমদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী, ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন প্রমুখ।


আরো সংবাদ



premium cement