১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ঘিওরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

মানিকগঞ্জের ঘিওরে লায়লা আরজু (৬০) নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জন্য বাড়ির কাজের মহিলা একই গ্রামের সাইদা বেগম (৩৮) ও কাজের মহিলার স্বামী মো: হালিমকে (৪৮) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

লায়লা আরজু রাথুরা গ্রামের মোহাম্মদ সেকেন্দার আলীর স্ত্রী।

সরেজমিনে দেখা গেছে, বানিয়াজুরী-ঘিওর সড়কের পাশে রাথুরা গ্রামের সেকেন্দার ভিলার তিনতলা ভবনের দু’তলার একটি কক্ষের মেঝেতে ওই নারীর গলা কাটা লাশ পড়ে রয়েছে। ঘিওর থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন।

ঘিওর থানা পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে লায়লার স্বামী সেকেন্দার আলী স্থানীয় বানিয়াজুরী বাজারে যান। ঘণ্টাখানেক পর বাড়ি ফিরে দেখেন মেঝেতে তার স্ত্রীর গলা কাটা লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও ডিবি পুলিশ আসে।

লায়লার স্বামী সেকেন্দার আলী জানান, ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে তিনি সকাল ৭টার দিকে কাঁচা বাজার করতে বাড়ি থেকে বের হন। সকাল ৮টার দিকে বাসায় এসে স্ত্রীর লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। কে বা কারা বাসায় প্রবেশ করে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সকাল পৌনে ৮টার দিকে এক বা একাধিক দুর্বৃত্তরা সেকেন্দার আলীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাবরিনা সাদিয়া চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলমান আছে। আমাদের ঢাকা থেকে ফরেনসিক টিম আসছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হলে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন নেতানিয়াহু কারামুক্ত হলেন ডেসটিনির রফিকুল আমীন নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর নেসকোর ৩ কর্মকর্তাকে বদলি ৪০ শতাংশ ভোট না পড়লে ফের নির্বাচন, সুপারিশ কমিশনের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে কারখানাশ্রমিকদের মহাসড়ক অবরোধ স্ত্রী-সন্তানসহ শামীম ওসমান ও নানকের নামে দুদকের মামলা ‘চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে বৈদেশিক সম্পর্কে নিজের স্বার্থ দেখবে বাংলাদেশ’ গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল বারিতে শ্রমিকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ তারিক সিদ্দিক, টিউলিপ ও পুতুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর, ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট

সকল