ভাঙ্গায় বাড়ির কেয়ারটেকার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩
- ফরিদপুর প্রতিনিধি
- ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:১৩
ফরিদপুরের ভাঙ্গায় বাড়ির কেয়ারটেকার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাতুড়ি ও একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, চুরি করতে এসে দেখে ফেলায় হাত-পা বেধে হত্যার পর লাশ ফেলে রেখে যায় আসামিরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো: আব্দুল জলিল। গত সোমবার রাতে ভাঙ্গা ও পার্শ্ববর্তী সদরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে তিনি জানান।
গ্রেফতাররা হলেন, ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখাঁরকান্দা গ্রামের মরহুম রাজ্জাক কাজীর ছেলে আল আমিন কাজী (৪০), সদরপুর উপজেলার চরব্রাহ্মণদী গ্রামের কাইয়ুম হাওলাদারের ছেলে অভি হাওলাদার (২৪) ও একই উপজেলার হাজেরিয়া হাজিরকান্দি গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুর রহমান (২০)।
গত বুধবার আলেখাঁর গ্রামে মরহুম ডা. জামালউদ্দিন খলিফার বাগানবাড়ি হতে আব্দুল ওহাব (৭৩) নামে ওই কেয়ারটেতারের লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন সকালে নিহতের বোন নূরজাহান বেগম পিঠা বানিয়ে তার ভাইকে দিতে এসে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঢাকায় অবস্থানরত বাড়ির মালিককে জানান। এ সময় বাড়ির মালিকের অনুরোধে প্রতিবেশীরা ওই বাড়িতে ঢুকে বাড়ির চিলে কোঠায় ফেলে রাখা লাশটি দেখতে পায়।
ওহাব মাতুব্বর একই উপজেলার তুজারপুর ইউনিয়নের মোসলেম মাতুব্বরের ছেলে। তিনি গত ৭ বছর যাবত ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। বাড়ির মালিকের পরিবার ঢাকায় বসবাস করায় ওই বাড়িতে তিনি একাই বসবাস করতেন বলে জানা যায়। এ ঘটনায় নূরজাহান বেগম ভাঙ্গা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
পুলিশ সুপার জানান, গত সোমবার রাতে সন্দেহভাজন আল আমিন কাজীকে গ্রেফতারের পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অন্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা সংঘবদ্ধ হয়ে চুরি করতো। চুরি করতে এসে তাদের দেখে ফেলায় তারা ওহাব মাতুব্বরকে হাত-পা বেধে হত্যা করে ফেলে রেখে যায়।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশসুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো: আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল ও ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোকছেদুর রহমান উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা