১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

ফেরি থেকে নদীতে লাফ দিয়ে নারী যাত্রী নিখোঁজ

পাটুরিয়া থেকে দৌলতদিয়া ছেড়ে আসা ‘বাইগার’ নামক মাঝারি ফেরিতে এ ঘটনা ঘটে - ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছেন এক নারী যাত্রী।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে পাটুরিয়া থেকে দৌলতদিয়া ছেড়ে আসা ‘বাইগার’ নামক মাঝারি ফেরিতে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারী যাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পাটুরিয়া থেকে ছেড়ে আসা বাইগার ফেরিতে থাকা কুষ্টিয়াগামী লালন পরিবহনের তত্বাবধায়ক সাইদুল ইসলাম মুঠোফোনে জানান, সোমবার সকাল সোয়া ১২টার দিকে পাটুরিয়া ঘাট থেকে তাদের ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে। ফেরিটি মাঝ নদীতে পৌঁছার পর ফেরির অগ্রভাগে বাম পাশের পকেটের কাছে অপেক্ষমান বোরকা পরা এক নারী পদ্মা নদীতে লাফ দেন। তার পরনে বোরকা ও মাথায় সাদা রঙের স্কার্ফ পরিহিত ছিল। তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তাৎক্ষণিকভাবে তার নিজের লালন পরিবহনে খোঁজ নিয়ে দেখেন ওই পরিবহনের যাত্রী না। অন্য কোনো পরিবহনের যাত্রী কিনা বা কীভাবে তিনি ফেরিতে উঠেছেন তা জানা যায়নি। ফেরিটি পৌঁনে ১টার দিকে দৌলতদিয়া ঘাটে ভিড়লেও ততক্ষণে পদ্মা নদীতে লাফ দেয়া ওই নারীর সন্ধান পাওয়া যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানায়, এ ধরনের সংবাদ পেয়েছি। আমাদের লোকজন খোঁজ খবর নিচ্ছেন। তবে এখন পর্যন্ত ওই নারীর কোনো সন্ধান পায়নি।

এ বিষয়ে দৌলতদিয়া নৌ পুলিশ জানায়, এ ধরনের খবর শুনে আমাদের নৌ পুলিশের সদস্যরা দৌলতদিয়া থেকে পদ্মা নদীতে খোঁজ খবর নিচ্ছেন। এখন পর্যন্ত নিখোঁজ নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি। খোঁজ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
বিশ্বের দূষিত বাতাসের তালিকায় ঢাকা দ্বিতীয় এডিপি বাস্তবায়নে সরকারের নজর ছোট ও গণমুখী প্রকল্পে ঠান্ডার কারণে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে কংগ্রেস ভবনে আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ : মামলার রায় আজ জুলাই ঘোষণাপত্রের জন্য অংশীজনদের অভিমত নিচ্ছে সরকার : প্রেস উইং টিকটক বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে! ‘লাল সন্ত্রাস’ চান ঢাবি ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লার মস্কোতে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর রাশিয়া ও ইরানের আইসিসির প্রধান প্রসিকিউটরের সাথে সিরিয়ার নতুন নেতার সাক্ষাৎ সংবাদ সম্মেলনে সাংবাদিককে হেনস্তার অভিযোগ ব্লিঙ্কেনের বিরুদ্ধে টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল

সকল





up