১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

সবার আগে আমাদের ভালো হতে হবে : মাওলানা মঈনুদ্দিন

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ ও নারায়ণগঞ্জ মহানগর শাখার আমির মাওলানা আব্দুল জব্বার - ছবি : নয়া দিগন্ত

সবার আগে আমাদের ভালো হতে হবে তাহলে নারায়ণগঞ্জ ভালো হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

অপর দিকে চাঁদাবাজরা এতদিন জনপ্রতিনিধি হয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখার আমির মাওলানা আব্দুল জব্বার।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ‘আমার নারায়ণগঞ্জ’ নামে একটি নতুন নাগরিক সংগঠনের আয়োজনে ‘কেমন নারায়ণগঞ্জ চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন জামায়াতের এই দুই শীর্ষ নেতা।

বৈঠকে নারায়ণগঞ্জের শীর্ষ ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাওলানা মঈনুদ্দিন বলেন, ‘সবার আগে আমাদের ভালো হতে হবে, তাহলে নারায়ণগঞ্জ ভালো হবে।’
তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জের কোনো প্রতিষ্ঠানে গেলে প্রথমে ঘুষ দিতে হয়। যদি কোনো লোক টাকা তুলতে আসে, তাকে জোর দিয়ে প্রশ্ন করা হয়, আপনি টাকা দিয়েছেন? দেখুন, টাকা ছাড়া কিছুই পাস হয় না, মিথ্যা বলার তো কোনো মানে নেই।’

তিনি যানজট মুক্ত করার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, ‘আমাদের দেশে যদি আল্লাহর আইনে চলে, তবে সব কিছু ঠিক হয়ে যাবে।’

আব্দুল জব্বার বলেন, আগামী নাগরিকবান্ধব নেতা গড়ে তুলবে হবে।

তিনি বলেন, 'গত ৫ আগস্টে ছাত্র-শ্রমিক-জনগণের ত্যাগের মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি। দেশটা প্রকৃতপক্ষে পরিচালনা করে রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা বিভিন্নভাবে এই সমাজটাকে লিড করে। এখানে দেখা যাচ্ছে, বিগত ১৫ বছরে যারা যত বেশি চাঁদাবাজি করেছেন তারাই কমিশনার, জনপ্রতিনিধি হয়েছেন, সিটি করপোরেশনের লিডার হয়েছেন। যারা মানুষের উপর জুলুম করেছেন, তারাই আমাদের নেতা হিসেবে এতদিন ছিল। কিন্তু আমরা তাদের অপকর্ম, অত্যাচারের জন্য কাজ করতে পারি নাই।’

‘এখন সুযোগ এসেছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘আজকে একটি সুযোগ এসেছে, এই সমাজের জন্য, এই নারায়ণগঞ্জের জন্য। একটি নাগরিকবান্ধব নারায়ণগঞ্জ দেয়ার জন্য আগামী দিনে যারা নেতৃত্বে আসবে তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা নাগরিকবান্ধব নেতা নির্বাচন করে বৈষম্যমুক্ত নারায়ণগঞ্জ গড়বো। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, অশ্লীলতামুক্ত, দূষণমুক্ত, শ্রমিকবান্ধব, যানজটমুক্ত, শিক্ষাবান্ধব নারায়ণগঞ্জ চাই। যার যা অধিকার সে তা অধিকার পাবে। কেউ যাতে বঞ্চিত না হয়।’

নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপুর সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন ‘আমার নারায়ণগঞ্জ’ সংগঠনের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামান।


আরো সংবাদ



premium cement