আসামি ছিনিয়ে নেয়ার প্রতিবাদে মহাসড়ক ব্লকেড কর্মসূচি
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ১১ জানুয়ারি ২০২৫, ১৪:৫৩
মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেয়ার প্রতিবাদে এবং যথাযথ বিচারের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসও্য়েতে অবস্থান নিয়ে ব্লকেড ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় মহাসড়কে অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী অবস্থান নেয়। এ সময় তারা ওই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে।
এতে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে এক কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে। তবে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স চলাচল করতে দেয়া হয়।
আন্দলোনকারীদের নিবৃত্ত করে মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করছেন পুলিশ সদস্যরা। তবে আন্দোলনকারীরা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখে।
প্রসঙ্গত: শ্রীনগরে গ্রেফতারের পর ফৌজদারি মামলার এজহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে থানা থেকে শুক্রবার রাতে ছিনিয়ে নেয় বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার রাত ১০টার দিকে শ্রীনগর থানায় হট্টগোল করে ওই আসামিকে ছিনিয়ে নেয় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা