১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট বন্ধ

- ছবি : নয়া দিগন্ত

হঠাৎ ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার সকাল সাড়ে ৭টা থেকে এই রুটে সকল ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি জানিয়েছে, ঘন কুয়াশায় নৌ-পথের দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ভোর থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচলে কিছুটা বিঘ্ন ছিল। কিন্তু সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা অত্যন্ত ঘন হয়ে ওঠায় চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়। এর ফলে মাঝ নদীতে চারটি এবং দৌলতদিয়া ঘাটে পাঁচটি ফেরি আটকে রয়েছে। এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীদের ভয়াবহ দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো: সালাউদ্দিন জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, যত দ্রুত সম্ভব কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল শুরু হবে।


আরো সংবাদ



premium cement
চট্টগ্রাম সিইপিজেডে শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৩০ ‘নিঃশর্ত মুক্তির’ সাজা নিয়েই হোয়াইট হাউসে যাচ্ছেন ট্রাম্প সাবেক যুবদল নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্রের পাশে রাজনগর বিজিবি জোন দাবানল থেকে পালাতে গিয়ে ‘নারকীয় অভিজ্ঞতা‘ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের ভারতও বিশ্বাস করে না বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্র জড়িত : মার্কিন নিরাপত্তা উপদেষ্টা সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার, গ্রেফতারের নির্দেশ শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচ থেকে নারীর লাশ উদ্ধার আসামি ছিনিয়ে নেয়ার প্রতিবাদে মহাসড়ক ব্লকেড কর্মসূচি কাঁঠালিয়ায় বিলুপ্তির পথে ঘুঘু পাখি

সকল