১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

বিএআরএফের ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

বিএআরএফের ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত - ছবি : নয়া দিগন্ত

কৃষি বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) জরুরি সাধারণ সভা (ইজিএম) ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) মুন্সিগঞ্জের সিরাজদীখানের হুমায়ুন পার্কে এ আয়োজন করা হয়।

বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওসার আজমের উপস্থাপনায় ইজিএমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

ইজিএমে উপস্থিত ছিলেন বিএআরএফের সহ-সভাপতি চপল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসাইন, অর্থ সম্পাদক মোহাম্মদ আয়নাল হোসেন, দফতর সম্পাদক ফারুক আহমাদ আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাফিউল আল ইমরান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শওকত আলী পলাশ। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে মুন্না রায়হান, জাহিদুর রহমান, হরলাল রায় সাগর, ইউসুফ আরেফিন ও শাহ আলম নুর উপস্থিত ছিলেন।

সভায় বিএআরএফের বিগত দিনের প্রতিবেদন পেশ ও অনুমোদন করা হয়। তাছাড়া গঠনতন্ত্র নিয়ে আলোচনা ও বেশকিছু সংশোধনীসহ তা পাশ হয়। সভায় আগামীতে কৃষি সংক্রান্ত অনুসন্ধানীমূলক প্রতিবেদন তৈরি, সাংবাদিকদের প্রশিক্ষণ ও এ বিট সংক্রান্ত কল্যাণমূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এ সময় এ বিটের সাংবাদিকদের পরিবারের সদস্যদের নিয়ে ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়। ফ্যামিলি ডে উপ-কমিটির সভাপতি চপল মাহমুদ ও সদস্যসচিব নাজমুল হুসাইনের ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের আয়োজন ছিল। দিনব্যাপী এই আয়োজনে পরিবার পরিজন নিয়ে সবাই আনন্দময় সময় কাটান। বিশেষ করে শিশু কিশোররা ট্রেনে ভ্রমণ, নাগরদোলা, তারা নৌকা চালানো, চরকীসহ বিভিন্ন ধরনের রাইডে চড়ে বিনোদনে অংশ নেয়। র‌্যাফেল ড্র ও কমন গিফট বিতরণের মাধ্যমে এ আয়োজন শেষ হয়।


আরো সংবাদ



premium cement