মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
- মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা
- ১০ জানুয়ারি ২০২৫, ০৩:৩২
গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেলের চালক ও এক আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রথখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলচালক তুহিন শেখ (৩০) রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের লিয়াকত শেখের ছেলে ও আরোহী মুকুল শেখ (২৫) একই গ্রামের নুরু শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রথখোলা নামক স্থানে মাদারীপুরগামী মাদারীপুর পরিবহনের একটি বাহী বাস ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় মোটরসাইকেলটির চালক তুহিন শেখ ও আরোহী মুকুল শেখ গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টেকেরহাট সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ওসি মো: মোস্তফা কামাল জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রথখোলা নামক স্থানে বাসের চাপায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা