১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

রূপগঞ্জে নিখোঁজদের সন্ধান চেয়ে থানায় অবস্থান স্বজনদের

রূপগঞ্জ থানায় নিখোঁজদের স্বজনরা - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় লুটপাটের পর আগুন দেয়ার ঘটনায় নিখোঁজদের সন্ধান চেয়ে বিক্ষোভ করেছেন তাদের পরিবারের সদস্যরা।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে রূপগঞ্জ থানার সামনে সন্ধান চেয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় নিখোঁজ ব্যক্তিদের ছবি হাতে নিয়ে দু’ঘণ্টা থানার সামনে অবস্থান করেন।

এ সময় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মো: গোলাম মোস্তফা বিক্ষোভরত স্বজনদের বুঝিয়ে থানা থেকে সরিয়ে দেন।

জানা গেছে, শিক্ষার্থী-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৫ আগস্ট গাজী টায়ারসে লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় টানা পাঁচদিন ধরে আগুন জ্বলে এ কারখানায়।

কারখানাটির মালিক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপি গোলাম দস্তগীর গাজী। গত ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসনের এক তদন্ত প্রতিবেদনে এ অগ্নিকাণ্ডে ১৮২ জন নিখোঁজ রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

নিখোঁজদের সন্ধান চেয়ে বিক্ষোভের সময় তাদের স্বজনরা বলেন, ‘আগুনের ঘটনার ৫ মাস পেরিয়ে গেলেও নিখোঁজদের কোনো সন্ধান দিতে পারেনি সরকারি কোনো সংস্থা। অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মৃত্যু হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি প্রশাসন। কারখানার ভেতরে দেহাবশেষ কিছু আছে কিনা সে ব্যাপারেও অনুসন্ধান চালানো হয়নি। নিখোঁজদের সন্ধান দিতে প্রশাসন অবহেলা করছে বলেও অভিযোগ করেন তাদের স্বজনরা।’

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত গোলাম মোস্তফা বলেন, ‘গাজী টায়ারসে আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটি ১৮২ জন নিখোঁজের একটি তালিকা তৈরি করেছে। ওই সময় সেনাবাহিনী কাজ করেছে। যাদের নাম বাদ গেছে তারা নতুন করে নাম ঠিকানা দেন। আবার খোঁজ নিব।’


আরো সংবাদ



premium cement