সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার নিশ্চিত করতে হবে : ভিপি নুর
- সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:৪৯
সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার নিশ্চিত করতে হবে মন্তব্য করে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা চাই অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার করে এই রাষ্ট্রকে একটি মানবিক ও গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিবে। একটি জবাবদিহিতামূলক জনবান্ধব প্রশাসনিক ব্যাবস্থা গড়ে তুলতে হবে।’
বুধবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীঞ্জের সিরাজদিখান উপজলায় গণঅধিকার পরিষদ আয়োজিত কম্বল বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ভিপি নুর বলেন, এই সরকার তত্ত্বাবধায়ক সরকার না। অন্য সময়ের মতো শুধু নির্বাচন পরিচালনা করার তিন মাসের কোনো দায়িত্ব প্রাপ্ত সরকার না। হাজারো মানুষের রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তী সরকার।
গনঅধিকার পরিষদের মুন্সীগঞ্জ জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ-সভাপতি মো: জাহিদুর রহমানের সভাপতিত্বে পাঁচ শতাধিক অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি হবিবুর রহমান রিজু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম ফাহিম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা