ধামরাইয়ে ৫টি অবৈধ ইটভাটাকে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
- ধামরাই (ঢাকা) সংবাদদাতা
- ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:১৪
ঢাকার ধামরাইয়ে পাঁচ অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ভাটার চিমনি ধ্বংস করা হয়।
আজ বুধবার সকালে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।
এসময় মদীনা ব্রিকসকে ৫ লাখ, সাজেদা ব্রিকসকে ৫ লাখ, নুর ব্রিকসকে ৬ লাখ, রাহাত ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার , মেসার্স মাস্টার ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া নুর ব্রিকসের চিমনি ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার জানান, ধামরাই উপজেলার পাঁচটি অবৈধ ইটভাটায় পরিবেশের এবং জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৪ লাখ ৫০ হাজার টাকা নগদ জরিমানাসহ ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জেসমিন আক্তার, পরিদর্শক নয়ন কুমার রায় এবং এস এম মঞ্জুরউল আলম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা