আড়াইহাজারে বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক রোকন উদ্দিন মোল্লার স্মরণে দোয়া মাহফিল
- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ০৮ জানুয়ারি ২০২৫, ১৫:৩৪
আড়াইহাজারে বিএনপির সাবেক কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি রোকন উদ্দিন মোল্লা ও তার সহধর্মীনির স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার রোকন উদ্দিন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে বাগবাড়ী কমপ্লেক্সে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
রোকন উদ্দিন মোল্লার মেজো ছেলে এ এন এমডি মহিউদ্দিন মোল্লার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন এ এন মাঈন উদ্দিন মোল্লা, এ এন এমডি কুতুব উদ্দিন মোল্লা, এ এন এমডি খবিরউদ্দিন মোল্লা, এ এন এমডি মাহতাব উদ্দিন মোল্লাসহ মরহুম রোকন উদ্দিন মোল্লা ও তার সহধর্মনীর পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে মরহুম রোকন উদ্দিন মোল্লার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন উপস্থিত মেহমানরা। এই অনুষ্ঠানে ১০ হাজার লোকের মেজবানদারির আয়োজন করা হয়।
মরহুম রোকন উদ্দিন মোল্লা দেশের একজন প্রতিষ্ঠিত শিল্পপতি, ধর্ম অনুরাগী, নারী ও ধর্মীয় শিক্ষার অগ্রদূত ছিলেন। তিনি উপজেলা সদরে গার্লসস্কুল, গার্লস ডিগ্রি কলেজ এবং রসুলপুরে ফাজিল মাদরাসাসহ বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। উল্লেখ্য, তিনি ২৪ জুলাই ২০১৪ সালে ইন্তেকাল করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা