০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`
বিপিএটিসির কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত

সাভারে বিপিএটিসির স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

- ছবি : নয়া দিগন্ত

সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সহাকারী প্রোগ্রামার রুস্তম রব্বানী সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় নিরাপদ সড়ক ও হত্যার বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী অবরোধ করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের মূলফটকের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেন বন্ধ করে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এক ঘণ্টা অবরোধ করে রাখে ছাত্র-ছাত্রীরা।

বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান শেখ বলেন, ‘নিরাপদ সড়ক, কমগতিতে গাড়ি চালানো ও আমাদের প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রুবাইয়া তাবাচ্ছুম রিতুর বাবা ‘ওয়েলকাম’ বাস দুর্ঘটনায় মারা গেলে শিক্ষার্থীরা সড়কে নেমে আসে। আমরা তাদের সড়ক থেকে উঠিয়ে নিতে এসেছি।’

উল্লেখ্য, ৫ জানুয়ারি রোববার ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসির ৩ নম্বর গেট দিয়ে পার হয়ে কর্মস্থলে আসার পথে বেপরোয়া গতির একটি ওয়েলকাম পরিবহনের বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান।

 


আরো সংবাদ



premium cement