ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
- মেহেদুল হাসান আক্কাছ, গোয়ালন্দ (রাজবাড়ী)
- ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:০৮, আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৪১
ঘন কুয়াশার কারনে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা হতে রোববার (৫ জানুয়ারী) সকাল পৌনে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে এ সময়ে এ রুটে যানবাহন চলাচল কম থাকায় যাত্রীদের তেমন কোনো ভোগান্তির তথ্য পাওয়া যায়নি। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় পারে কয়েকশত ছোট বড় যানবাহন সিরিয়ালে আটকা পড়েছে। এ ছাড়া কুয়াশার তীব্রতায় চরায় আটকে পড়ার আশঙ্কায় মাঝ নদীতে দু'টি ফেরি নঙ্গর করে আছে।
দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস ছাত্তার বলেন, ঘন কুয়াশার কারনে দূর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টার পর হতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করা হবে।
তিনি জানান, এ রুটের বহরে ১৭টি ছোট বড় ফেরি থাকলেও যানবাহনের চাপ কম থাকা ১০/১২টি সব সময় যানবাহন পারাপার করছে। কুয়াশার কারণে মাঝ নদীতে দুটি ফেরি নোঙর করে আছে। কুয়াশা কেটে গেলে বহরের সবগুলো চালু করে দ্রুত সময়ের মধ্যে সিরিয়ালে থাকা যানবাহনগুলো পারাপার হয়ে যাবে। ভোগান্তির কোনো আশঙ্কা নেই।