বন্ধুর বাসার মাটি খুঁড়ে মিললো নিখোঁজ রিকশাচালকের লাশ
- ফরিদপুর প্রতিনিধি
- ০৪ জানুয়ারি ২০২৫, ১৬:২৮
ফরিদপুরে নিখোঁজের চার দিন পরে এক তরুণ রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের চুনাঘাটা মডেল টাউন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ওই রিকশা চালকের নাম হালিম শেখ (২৫)। তিনি শহরের আলিপুর গোরস্থান এলাকার মরহুম আব্দুর রব শেখের ছেলে। দুই বোন, এক ভাইয়ের মধ্যে হালিম মেজো ছিলেন।
এ ঘটনায় রনি মোল্যা (২৫) নামে হালিমের বন্ধুর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল জানান, গত ৩১ ডিসেম্বর একসাথে ওয়াজ শুনে রিকশা চালক হালিম তার বন্ধু রনির সাথে চুনাঘাটার বাসায় আসেন। এরপর থেকে তার সন্ধান না পেয়ে শুক্রবার কোতোয়ালি থানায় একটি জিডি করে তার পরিবারের সদস্যরা। এরপর হালিমের স্বজনদের সন্দেহের ভিত্তিতে অভিযান চালিয়ে হালিমের লাশ উদ্ধার ও তার রিকশার সন্ধান মেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রনির স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে।
পুলিশ সুপার বলেন, লাশের ঘাড়ে কোপের চিহ্ন রয়েছে। সম্ভবত তাকে কুপিয়ে হত্যার পরে এখানে পুঁতে রাখা হয়। শিগগিরই রনিকে গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।