নারায়ণগঞ্জের বাজারে ৮ টাকায় বিক্রি হচ্ছে শীতকালীন সবজি ফুলকপি
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ০৩ জানুয়ারি ২০২৫, ১৮:০৩
নারায়ণগঞ্জের বাজারে ৮ থেকে দশ টাকায় পাওয়া যাচ্ছে অন্যতম শীতকালীন সবজি ফুলকপি। এছাড়াও অন্যান্য শীতকালীন সবজি ও পেয়াজের দাম কমেছে । এছাড়া সপ্তাহের ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমেছে।
আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের দ্বিগুবাবুর বাজার ও মাসদাইর বাজারসহ কয়েকটি বাজারে ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
এসময় বাজারে বড় সাইজের ফুলকপিগুলো ৮ থেকে ১০ টাকা পিস হিসেবে বিক্রি করতে দেখা গেছে, যা গত সপ্তাহেও ২০ থেকে ৩০ টাকা পিস দরে বিক্রি হচ্ছিল।
দাম কম হওয়ায় বাজারের ফুলকপির দোকান ও আড়তে ক্রেতাদের ব্যাপক ভীড় দেখা গেছে। বিগত কয়েক বছরের মধ্যে এবছরই ফুলকপির দাম সবচেয়ে কম বলে জানান ক্রেতারা।
বাজারের সবজি বিক্রেতা ইমরান রহমান জানান, বাজারে হঠাৎ ফুলকপির সরবরাহ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এর ফলে দাম এত কম বর্তমানে। এছাড়া ভেঙেছে সবজির সিন্ডিকেট। এতে কমেছে দাম।
বাজারে দাম কমেছে অন্যান্য শীতকালীন সবজিরও। বাজারে প্রতি কেজি বেগুন ৪০ থেকে ৫০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, মুলা ৩০ টাকা, লতি ৬০ টাকা, ধুন্দল ৪০ থেকে ৫০ টাকা ও পটল ৪০ টাকা, কাঁচা পেঁপে ২০ টাকা, গাজর ৬০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, টমেটো ৮০ টাকা, শিম ৪০ থেকে ৬০ টাকা, শালগম ৩০ টাকা থেকে ৪০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, নতুন আলু ৫০ ও পুরাতন আলু ৪৫ টাকা, ভারতীয় পেঁয়াজ ৫০ টাকা ও দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
এছাড়াও বাজারে লালশাকের আঁটি ১০ টাকা, পাটশাক ১০ থেকে ১৫ টাকা, পুঁইশাক ২০ থেকে ৩০ টাকা, মুলাশাক ১০ টাকা, ডাঁটাশাক ১০ টাকা, কলমি শাক ১০ টাকা ও পালংশাক ১০ টাকা আটি হিসেবে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন আলু ও পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে আসার কারণে দাম কমতে শুরু করেছে। আগামী সপ্তাহে দাম আরো কমে আসবে বলে তারা মনে করেন।
বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে। এসব বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৫০ টাকা দরে। পুরাতন আলু ৬০ টাকা, বগুড়ার আলু ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে দেশি পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমে ১০০ টাকা, মুড়ি পেঁয়াজ ৫০ টাকা, পাতা পেঁয়াজ ৪০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
এদিকে ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ পর্যাপ্ত থাকায় গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে। নতুন আলুর দাম আরও কমে আসবে বলেও তারা জানিয়েছেন।
আলু-পেঁয়াজ বিক্রেতা মো: সোলায়মান বলেন, বাজারে নতুন আলু ও পেঁয়াজের সরবরাহ বাড়ছে। আগের তুলনায় দাম কমেছে, আগামী সপ্তাহে আলুর দাম আরো কমবে বলে তিনি জানান।
এসব বাজারে আদা ২৮০ টাকা, রসুন ২২০ থেকে ২৪০ টাকা, দেশি মশুর ডাল ১৪০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা, মিনিকেট চাল ৭৮ থেকে ৮৪ টাকা এবং নাজির শাল কেজি ৭৬ থেকে ৮২ টাকা দরে বিক্রি হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা