০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানকে বাসের ধাক্কা, নিহত ২

- ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। এতে অন্তত আরো ছয়জন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নিমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামের মো: জীবন (৪৪) এবং সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের মো: রায়হান (২৭)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেস সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে আব্দুল্লাহপুর পরিবহন নামে একটি মিনি বাস বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পার্কিং এ থাকা কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিনি বাসের চালক ও হেলপারের মৃত্যু হয়। এ সময় গাড়িতে থাকা আরো পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়।

সূত্রে আরো জানা গেছে, দুর্ঘটনা খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরবর্তীতে হাসাড়া হাইওয়ে পুলিশ ও সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

হাসাড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুর রহমান বলেন, মিনিবাসটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে, বাসটির ছাদ উড়ে গেছে এবং বাসটি দুমড়ে মুচড়ে গেছে। কাভার্ডভ্যানটি আমরা উদ্ধার করেছি। তবে, চালক পালিয়ে গেছে।


আরো সংবাদ



premium cement