ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানকে বাসের ধাক্কা, নিহত ২
- সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ০৩ জানুয়ারি ২০২৫, ১০:৫৭, আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:২৩
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। এতে অন্তত আরো ছয়জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নিমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামের মো: জীবন (৪৪) এবং সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের মো: রায়হান (২৭)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেস সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে আব্দুল্লাহপুর পরিবহন নামে একটি মিনি বাস বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পার্কিং এ থাকা কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিনি বাসের চালক ও হেলপারের মৃত্যু হয়। এ সময় গাড়িতে থাকা আরো পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়।
সূত্রে আরো জানা গেছে, দুর্ঘটনা খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরবর্তীতে হাসাড়া হাইওয়ে পুলিশ ও সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
হাসাড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুর রহমান বলেন, মিনিবাসটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে, বাসটির ছাদ উড়ে গেছে এবং বাসটি দুমড়ে মুচড়ে গেছে। কাভার্ডভ্যানটি আমরা উদ্ধার করেছি। তবে, চালক পালিয়ে গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা