০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ঘিওরে অটোবাইকের চাপায় নিহত ১

অটোবাইকের চাপায় রতন মিয়া নিহত - ফাইল ছবি

মানিকগঞ্জের ঘিওরে ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় রতন মিয়া (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুযারি) সন্ধ্যা ৭টায় বানিয়াজুরী-ঘিওর সড়কের পুটিয়াজানি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

রতন মিয়া উপজেলার পুটিয়াজানী গ্রামের আজমত আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আওয়াল খান।

আব্দুল আওয়াল খান বলেন, ‘রিকশা থেকে নেমে রাস্তা পার হয়ে বাড়ি যাবার পথে রতনকে ব্যাটারিচালিত অটোবাইক চাপা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।’


আরো সংবাদ



premium cement