মুন্সীগঞ্জে দেড় লাখ টাকার বিয়ারসহ গ্রেফতার ১
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ০২ জানুয়ারি ২০২৫, ১৬:২৬
ঢাকা থেকে মুন্সীগঞ্জে মাদক পরিবহনের সময় প্রায় দেড় লাখ টাকা মূল্যের বিয়ারসহ এক সিএনজিচালককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১০ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে র্যাব জেলার সিরাজদিখানের কাজীশাল এলাকা থেকে তাকে আটক করে।
গ্রেফতার মো: হৃদয় হাসান (৩২) বরিশালের মুলাদি থানার রামারফুল এলাকার মরহুম আ: লতিফ হাওলাদারের ছেলে।
র্যাব-১০ জানায়, বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জেলার সিরাজদিখান থানাধীন চালতিপাড়াস্থ কাজীশাল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। তখন সিএনজিটির গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে সিএনজিচালককে জিজ্ঞাসাবাদ করে তারা। এ সময় চালক নিজেই জানান, তার সিএনজির সিটের পিছনের খালি অংশে পাঁচটি কালো রঙের শপিং ব্যাগে বিদেশী বিয়ার ও ভদকা রয়েছে। পরে তল্লাশি চালিয়ে ওই সিএনজি থেকে ১৮ দশমিক ৩৪ লিটার বিদেশী বিয়ার ও ভদকা উদ্ধার করে।
র্যাব-১০ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিএনজিচালক জানান যে তিনি একজন পেশাদার মাদককারবারি। তিনি কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ পন্থায় আসা বিদেশী বিয়ার ও ভদকাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।
এদিকে তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় র্যাব-১০।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা