০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

মুন্সীগঞ্জে দেড় লাখ টাকার বিয়ারসহ গ্রেফতার ১

- ছবি : নয়া দিগন্ত

ঢাকা থেকে মুন্সীগঞ্জে মাদক পরিবহনের সময় প্রায় দেড় লাখ টাকা মূল্যের বিয়ারসহ এক সিএনজিচালককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১০ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে র‌্যাব জেলার সিরাজদিখানের কাজীশাল এলাকা থেকে তাকে আটক করে।

গ্রেফতার মো: হৃদয় হাসান (৩২) বরিশালের মুলাদি থানার রামারফুল এলাকার মরহুম আ: লতিফ হাওলাদারের ছেলে।

র‌্যাব-১০ জানায়, বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জেলার সিরাজদিখান থানাধীন চালতিপাড়াস্থ কাজীশাল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। তখন সিএনজিটির গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে সিএনজিচালককে জিজ্ঞাসাবাদ করে তারা। এ সময় চালক নিজেই জানান, তার সিএনজির সিটের পিছনের খালি অংশে পাঁচটি কালো রঙের শপিং ব্যাগে বিদেশী বিয়ার ও ভদকা রয়েছে। পরে তল্লাশি চালিয়ে ওই সিএনজি থেকে ১৮ দশমিক ৩৪ লিটার বিদেশী বিয়ার ও ভদকা উদ্ধার করে।

র‌্যাব-১০ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিএনজিচালক জানান যে তিনি একজন পেশাদার মাদককারবারি। তিনি কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ পন্থায় আসা বিদেশী বিয়ার ও ভদকাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।

এদিকে তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় র‌্যাব-১০।


আরো সংবাদ



premium cement
মা-বাবা বৃদ্ধ হলে তাদের প্রতি যতœবান হওয়া উচিত : নোবিপ্রবি ভিসি জনতার তোপের মুখে চট্টগ্রামের ‘ওসি’ নেজাম ডুলাহাজারা সাফারি পার্কে মা হারা দুই দিনের হাতির শাবক র‌্যাবের বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোল কার্যক্রম জারদার মগবাজারে আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার শীতবস্ত্র উপহার প্রদান সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির মুন্সীগঞ্জ আদালতে জুলাই স্মৃতি সংযোগ করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন বিআইআইএফের মানবসম্পদ ব্যবস্থপনা বিষয়ক সেমিনার সস্ত্রীক দুদকের জালে মোস্তাফিজুর শিমুল ও ছাগলকাণ্ডের মতিউর চবি ছাত্র হৃদয় তরুয়া হত্যায় যুবলীগ নেতা এরশাদ গ্রেফতার ছাত্রশিবির অধিকার হারা মানুষের জন্য অগ্রণী ভূমিকা পালন করছে : নূরুল ইসলাম বুলবুল

সকল