০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

আগামীর পৃথিবী তরুণদের হাতে : মঈন খান

বক্তব্য দিচ্ছেন সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান - ছবি : নয়া দিগন্ত

আগামীর পৃথিবী তরুণদের হাতে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘শিক্ষার্থীদের চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। আগামীর ভবিষ্যৎ ও পৃথিবী তাদের জন্য উন্মুক্ত হয়ে আছে। এই দেশ তারাই পরিচালনা করবে।’

বুধবার (১ জানুয়ারি) নরসিংদীর পলাশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘শিক্ষার্থীরা লেখাপড়া না করে দেশ শাসন করতে গেলে আওয়ামী লীগ যে ভুল করেছে আবার সেই ধরনের ভুল করার সম্ভাবনা থেকে যাবে। তাই শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।’

এ সময় পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিলিনিয়াম বিশ্ববিদ্যালয়ের চেয়ারপারসন বোর্ড অব ষ্ট্রাষ্টি অ্যাডভোকেট রোকসানা খন্দকার।

এর আগে বিকেল ৩টার দিকে পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ থেকে পলাশ উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিশাল র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি পলাশ কোঅপারেটিভ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় পলাশ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement