০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

আ’লীগ সরকার পালিয়ে গেলেও বাংলার মাটিতে তাদের বিচার করা হবে : আমান

বক্তব্য দিচ্ছেন আমানউল্লাহ আমান - ছবি : নয়া দিগন্ত

আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও বাংলার মাটিতে তাদের বিচার করা হবে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেবে বলে বিএনপি প্রত্যাশা করে। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে বলেও মন্তব্য করেন তিনি।’

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় সমাজসেবক মরহুম ইয়াজ উদ্দিন সরকারের ৩১তম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘দীর্ঘ ১৬ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। সর্ব শেষ ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তিনি আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতার আত্মত্যাগকে স্মরণ করে তাদের মাগফেরাত কামনা করেন।’

এ সময় বিএনপির সহ-পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো: সালউদ্দিন বাবু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার ইরফান ইবনে আমান অমি, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার, কেরানীগঞ্জ উপজেলার ওলামাদলের সভাপতি এইচ এম মাসুদ রানা, তেতঁলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মাসুম, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মো: শাওন সরকারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement