০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

রূপগঞ্জে আরকে ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলে ভাঙচুর লুটপাট

-

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকার আরকে ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ৩৫/৪০ সদস্যের একদল সন্ত্রাসী এ হামলা চালায়। হামলায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধরনা করা হচ্ছে।

পুলিশ জানায়, খাদুন এলাকার আরকে ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর কবির ভুইয়ার সাথে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মৃত জহির উদ্দিন প্রধানের ছেলে তানভীর হাসান মিলনের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় গত ২৯ ডিসেম্বর সন্ত্রাসীরা জাহাঙ্গীর কবির ভুইয়ার প্রতিষ্ঠিত আরকে ইন্টারন্যাশনাল স্কুল বন্ধ করে দেয়ার হুমকি দেয়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের জানালে সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর কবির ভুইয়াকে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। পরে মঙ্গলবার তানভীর হাসান মিলনের নেতৃত্বে ৩০/৪০ সদস্যের একদল সন্ত্রাসী ধারালো ছেন, দা, চাপাতি, রাম দা, চাইনিজ কুড়াল, এসএস পাইপ, হকিস্টিক, লোহার রড, আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটায় সজ্জিত হয়ে আরকে ইন্টারন্যাশনাল স্কুলে হামলা চালায়।

হামলাকারীরা স্কুলের অফিস কক্ষের একটি ডেস্কটপ, একটি ল্যাপটপ, স্টিলের আলমারি, চেয়ার, টেবিল, দরজা, জানালা, স্কুলের শিক্ষক ও অভিভাবকদের ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে এবং স্কুলের আলমারিতে রাখা সাড়ে চার লাখ টাকা লুটে নেয়। এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর কবির ভুইয়া, তার ছেলে জাপান প্রবাসী রায়হান কবির ভুইয়া সুমন আহত হয়। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ফাঁকা গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামালার ঘটনায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জাহাঙ্গীর কবির ভুইয়ার ভাগিনা আরিফ হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।


আরো সংবাদ



premium cement