দোহারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
- ৩১ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৭
ঢাকার দোহারে সম্পা আক্তার (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানায় দোহার থানা পুলিশ।
নিহত সম্পা নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের সিংজুর এলাকার আব্দুল মান্নান খানের মেয়ে ও দক্ষিণ জয়পাড়া এলাকার প্রবাসী রিপনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে সম্পা নিজ ঘরের চালের সাথে ফাঁস লাগানোর আগে একটি চিরকুট লিখেন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
তবে নিহতের পরিবারের দাবি, সম্পাকে হত্যা করে আত্মহত্যা বলে নাটক সাজিয়েছে স্বামী রিপনের পরিবার। তারা অভিযোগ করে বলেন, স্বামীর সাথে ভালো সম্পর্ক থাকলেও শ্বশুরবাড়ির লোকজন সম্পাকে বিয়ের পর থেকেই মানসিক ও শারিরীক নির্যাতন করতেন। তাদের ঘরে দু’টি মেয়ে সন্তান হওয়ার পর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এ নিয়ে তাদের মধ্যে অশান্তি চলছিল।
নিহত গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করলেও বাবার বাড়ির লোকজনের অভিযোগ এটা পরিকল্পিত হত্যা। এ ঘটনায় নিহতের বড় বোন এ্যানি আক্তার দোহার থানায় একটি অভিযোগ করেন। পরে একটি অপমৃত্যু মামলা রুজু হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা