০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

আশুলিয়ায় আগুনে ৮ দোকান ভস্মীভূত

- ছবি : নয়া দিগন্ত

শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইলে রমজান আলী সুপার মার্কেটের মশলা ও পলিথিনের পাইকারি দোকানে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই বাজারের অন্তত ৮টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

সোমবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা প্রথমে একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে দোকানের শাটার ভেঙে ফেলার পর ভেতরে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে ওই দোকান থেকে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। বেশিভাগ দোকানগুলোতে পলিথিন এবং প্লাস্টিকের ব্যাগ ছিল। পলিথিন থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এজন্য আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

ফায়ার সার্ভিস জানায়, রাতে আড়ৎয়ের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনের মাত্রা বেশি থাকায় আশপাশের দোকানেও তা ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, প্রথমে সাভার ডিইপিজেড স্টেশন থেকে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কিন্ত আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে জিরাবো স্টেশন থেকে আরো তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের জোন-ফোরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘আমরা ১০টা ৪৫ মিনিটের দিকে খবর পাই। তখন ডিইপিজেড স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে জিরাবো ফায়ার স্টেশন থেকে আরো তিনটি ইউনিট এসে যোগ দেয়। দেড় ঘণ্টা চেষ্টার পর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।’


আরো সংবাদ



premium cement