০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

মাধবদীতে আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা

- ছবি - নয়া দিগন্ত

নরসিংদীর মাধবদী থানায় আসামি ছিনিয়ে নিতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, গত ১৮ ডিসেম্বর চট্টগ্রাম থেকে একটি তেলবোঝাই ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। তেল বোঝাই ট্রাকটি নরসিংদী-মদনগঞ্জ সড়কের মাধবদীর আব্দুল্লাহ বাজার এলাকা থেকে ছিনতাই হয়। এ ঘটনায় তেল ও গাড়ির মালিক সিদ্দিকুর রহমান মাধবদী থানায় অভিযোগ করেন। এরই ভিত্তিতে মাধবদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের ছেলে তানভীর হোসেন, তার সঙ্গী অপু, হিমেল ও ইমরানকে আটক করে মাধবদী থানা পুলিশ। এরই জের ধরে দেলোয়ার হোসেন ও তার ছেলে তানভীর হোসেনের সমর্থকরা মাধবদী থানায় হামলা চালায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আসামি ছিনিয়ের নেয়ার জন্য কিছু দুষ্কৃতিকারী থানার গেটে হামলা করেছিল। আমরা সতর্ক ছিলাম। তারা ভেতরে ঢুকতে পারেনি। গ্রেফতার চারজন বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছ।’

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: কলিমুল্লাহ বলেন, দুটি কারণে থানায় হামলা হতে পারে। প্রথমত, আমাদের মাধবদী থানা পুলিশ ডাকাতির একটি মামলায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেফতার করেছে। তাদেরকে ছিনিয়ে নিতে এ হামলা হতে পারে। দ্বিতীয়ত, রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, এটি নিয়ে যেতেও হামলার ঘটনা ঘটতে পারে।

তিনি বলেন, যারা হামলা চালিয়েছে তারা সবাই স্থানীয় বাসিন্দা। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল