আদমজী বিহারী ক্যাম্প সংলগ্ন বাজারে আগুন
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ৩০ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৮
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী ক্যাম্প সংলগ্ন এলাকায় আগুনের ঘটনায় ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে আদমজী বিহারী ক্যাম্প সংলগ্ন বাজারে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানায়, আগুন লেগে মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের দু’টি টিম প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিভিন্ন দোকানের প্রায় পাঁচ লাখ টাকার মাল পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্টিফিকেট কারণে আগুনের সূত্রপাত হতে পারে, বাকিটা তদন্ত করে জানা যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা