০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

সাভারে ছেলেকে হত্যার অভিযোগ, মা গ্রেফতার

- ছবি : প্রতীকী

ঢাকার সাভারে শারিরীক ও বাক-প্রতিবন্ধী ৪ বছরের ছেলে আহম্মদ উল্লাহ আলিফকে হত্যার অভিযোগ উঠেছে মা ইরফান জাহান নাসরিনর বিরুদ্ধে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে পূর্ব রাজাশন পলু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মা নাসরিনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রে জানা গেছে, স্বামী, স্ত্রী ও ছেলে এবং মেয়েকে নিয়ে সাভার পৌর এলাকার পূর্ব রাজাশন পলু মার্কেট এলাকায় জনৈক আমির হোসেনের বাসায় ভাড়া থেকে বসবাস করে আসছেন এ পরিবারটি।

আরিফুর রহমান হাসান নারায়নগ্জ জেলার সোনারগাঁও একটি ব্যাটারী কারখানায় চাকরি করেন এবং নাসরিন ছেলে আলিফ ও মেয়ে নাজমুন নাহার আফরিন (৮) বাসায় থাকেন। রোববার রাত সাড়ে ১০টার সময় প্রতিবেশীরা তাদের বাসায় চিৎকার শুনে এবং দরজার ফাঁকা জায়গা দিয়ে দেখেন আলিফকে তার মা খাটের সাথে আঘাত করে মারধর করছে। পরবর্তীতে প্রতিবেশীরা দরজা ভেঙে দেখেন শিশুটির লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। এ খবর প্রতিবেশীরা আলিফের বাবাকে জানালে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে আলিফের বাবা আরিফুর রহমান জানান, তার স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে। এ পর্যন্ত তাকে কয়েকবার ডাক্তার দেখানো হয়েছে।

সাভার মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বাদল নয়া দিগন্তকে জানান লাশটি উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement