বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি : সুনামগঞ্জে ৫ আ’লীগ নেতা কারাগারে
- দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) সংবাদদাতা
- ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৪২
বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগষ্ট হামলা ও গুলির ঘটনায় করা মামলায় সুনামগঞ্জের সাবেক মেয়রসহ পাঁচ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ আদালতে জামিন চাইলে বিচারক নির্জন কুমার মিত্র আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠান।
আসামিরা হলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের বকত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুয়েব চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা আওয়ামী লীগের সদস্য সাহারুল আলম আফজল, জেলা ছাত্রলীগ নেতা মশিউর রহমান।
উল্লেখ্য, বিগত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ ও আওয়ামী ক্যাডারদের গুলিতে অন্তত অর্ধশতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতা গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রঞ্জিত সরকারসহ ৯৯ আওয়ামী লীগ নেতার নামসহ ২০০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়।