৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রূপগঞ্জে কৃষি জমিতে বালু ভরাট বন্ধের দাবি স্থানীয়দের

- ছবি - নয়া দিগন্ত

রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া মৌজায় এশিয়ান ডুপ্লেক্স টাউনের তিন ফসলি জমিতে বালু ভরাট বন্ধ, কৃষকদের লিজ নেয়া কৃষিজমি কৃষকদের নামেই পুনর্বহাল রাখা, নিরীহ কৃষকদের নামে রূপগঞ্জ থানায় করা মিথ্যা অভিযোগ প্রত্যাহারসহ বেশকিছু দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছে স্থানীয়রা।

আজ শনিবার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন পালন করা হয়। এতে গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীসহ সহস্রাধিক মানুষ অংশ নেয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ও কৃষক মোস্তফা ভুইয়া।

এ সময় কৃষক মোস্তফা ভুইয়া বলেন, ‘এশিয়ান ডুপ্লেক্স টাউন আমাদের বাপ-দাদার জমিসহ সরকারি সম্পত্তিতে বালু ভরাট করে দখলে নিচ্ছে। আমরা নিরীহ কৃষকরা জমি দখল করতে বাঁধা দিলে এশিয়ান ডুপ্লেক্স টাউনের ভাড়াটে সন্ত্রাসী ও ভূমিদস্যু কাজল, খোরশেদ, মামুন, ইসলাম মোল্লাসহ তাদেরকে দিয়ে মারধর করে। নিরীহ কৃষকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আমরা কৃষকরা এশিয়ান ডুপ্লেক্স টাউনের এ অত্যাচার ও হয়রানি থেকে মুক্তি চাই। আমাদের নামে রূপগঞ্জ থানায় দায়েরকৃত অভিযোগ প্রত্যাহার চাই।’

কৃষক হুমায়ুন ভুইয়া বলেন, ‘এশিয়ান ডুপ্লেক্স টাউন আধুরিয়া মৌজায় আমাদের কৃষি জমিতে রাতের আঁধারে জোরপূর্বক বালু ভরাট করছে। এ কৃষি জমি ছাড়া আমাদের কোনো জমি নাই। আমাদের সব শেষ করে দিচ্ছে। আমরা বাঁধা দিলে আমাদের নামে থানায় অভিযোগ দিয়ে বাড়ি ছাড়া করে। আমাদের কৃষিজমি দখলমুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়ার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’

ইব্রাহীম মিয়া বলেন, ‘আমাদের নিজেদের বাপ-দাদার সম্পত্তি হওয়া সত্ত্বেও আমরা তা ভোগ করতে পারি না। আমরা আমাদের কৃষি সম্পদ ফেরত চাই এবং আমাদের জীবন ভিক্ষা চাই। আমরা সরকারের কাছে বিচার চাই।’

শিক্ষার্থী শিমা আক্তার বলেন, ‘কোম্পানির সন্ত্রাসী দিয়ে রাস্তাঘাটে বের হলেও আমাদের মৃত্যুর হুমকি দিচ্ছে। তারা বলছে-আমরা যেন এই জায়গা থেকে চলে যাই এবং মিথ্যা মামলা দিয়ে আমাদের ভয় দেখাচ্ছে। প্রতিটি কৃষকের একটাই অভিযোগ, বালু ভরাটে বাধা দেয়ার কারণে নির্মমভাবে দালাল চক্রের হাতে নির্যাতিত হতে হচ্ছে।’

 


আরো সংবাদ



premium cement
কেউ আইনের ঊর্ধ্বে নয়, ‘আমি অপরাধ করলে আমারও বিচার হবে’ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ দাবি যারা আপনাদের সর্বনাশ করবে, তাদের নাম প্রকাশ করে দিন : ডা. শফিকুর রহমান আনিসুল হক ও সালমানকে রক্ষার চেষ্টা, সেই সানজিদাকে সাময়িক বরখাস্ত প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি নেতানিয়াহু নিউ নেশনের ইউনিট চিফ নোমান, ডেপুটি শিমুল নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা শ্বাসরুদ্ধকর লড়াই শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে হাসনাতের আহ্বানেও রাস্তা ছাড়েননি চিকিৎসকরা

সকল